শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অগ্রিম ৩০ হাজার টাকায় চার মাস আগে হজ নিবন্ধন

সংশোধন হচ্ছে নীতিমালা

মোস্তফা কাজল

অগ্রিম ৩০ হাজার টাকায় হজ কার্যক্রম শুরুর চার মাস আগে হজ গমনেচ্ছুরা নাম নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে পূর্ববর্তী বছরের হজ শেষ হওয়ার দুই মাস পর থেকে নিবন্ধন শুরু হবে। চলবে চার মাস। হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধিতরা সরকার নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে পাবেন পিলগ্রিম আইডি (পিআইডি)। পিলগ্রিম আইডি ছাড়া কেউ হজে যেতে পারবেন না। জানা গেছে, হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৪ সংশোধন করে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি কমিটি বিষয়গুলো যাচাই-বাছাইয়ের পর সংশোধিত নীতিমালায় অন্তর্ভুক্ত করে তা অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভা বৈঠকে পাঠাবে। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে যারা সরকার ঘোষিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন না তাদের নিবন্ধনের মেয়াদ পরবর্তী এক বছর পর্যন্ত থাকবে। জানতে চাইলে ধর্ম সচিব মো. বাবুল হাসান চৌধুরী বলেন, হজ ও ওমরাহ নীতিমালা পরিবর্তন করে হজ যাত্রী নিবন্ধন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এ সময় গমনেচ্ছু ব্যক্তি একটি নিবন্ধন নম্বর পাবেন। সংশোধিত নীতিমালায় এ বিষয়টি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সরকার হজ প্যাকেজ ঘোষণা করে টাকা পরিশোধের সময় বেঁধে দেবে। এতে অগ্রিম নিবন্ধনের ৩০ হাজার টাকা সমন্বয় করা হবে। নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ করলে হজ যাত্রীরা পিলগ্রিম আইডি পাবেন। এ আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হবে। অগ্রিম নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যা যদি কোটার চেয়ে বেশি হয় তবে যিনি আগে নিবন্ধন করেছেন তিনি আগে যাবেন। ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মেশিন রিডেবল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (যাদের বয়স ১৮ বছরের বেশি) দিয়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, হজ এজেন্সি অফিস, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, জেলা প্রশাসক কার‌্যালয় ও হজ অফিস থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। অগ্রিম নিবন্ধনের ক্ষেত্রে ৫০০ টাকা ফি দিতে হবে। সৌদি আরবের নির্ধারিত কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে আগামী বছর এক লাখ ১২ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন।

সর্বশেষ খবর