বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চাকরির নামে প্রতারণা

চার প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো- হুমায়ুন কবির, সৈয়দ মারুফ হাসান, শাহাবুদ্দিন ও জামাল শেখ। মঙ্গলবার রাতে উত্তরার সেক্টর-১২, রোড-৫ এর ৪৪ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস খুলে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতরা বারিধারায় কথিত নাতান গ্রুপ নামে একটি বায়িং হাউস খোলে এবং পত্রিকায় ওই কোম্পানির বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে একাধিক ব্যক্তি আবেদন করেন। একপর‌্যায়ে কোম্পানির জেনারেল ম্যানেজার পদে চাকরি হয়ে গেছে জানিয়ে এক ভুক্তভোগীকে অফিসে যেতে বলা হয়। আবু হেনা নামে ওই ভুক্তভোগী অফিসে যাওয়ার পর আবেদনকারীর সামনে প্রতারক চক্র মোবাইল ফোনে কথিত বিদেশির সঙ্গে শিপমেন্টের বিষয়ে কথা বলে। কথোপকথনের একপর‌্যায়ে চট্টগ্রাম পোর্টে তাদের কোম্পানির মালামালের একটি লাভজনক চালান আটকে আছে, টাকার অভাবে চালানটি খালাস করা যাচ্ছে না বলে জানায়। ২৫-৩০ লাখ টাকা হলে মালগুলো খালাস করা সম্ভব উল্লেখ করে আবু হেনাকে মালামাল খালাসের টাকার বিনিময়ে কোম্পানির শেয়ারহোল্ডার হওয়ার প্রস্তাব দেয়। আবেদনকারী প্রতারকদের প্রতারণায় প্রলুব্ধ হয়ে ২৪ লাখ ২৫ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেন। এর ২-৩ দিন পর অফিসে যোগদান করতে গেলে সে অফিস তালাবদ্ধ দেখতে পান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর