শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নজরুল সম্মেলন শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

নজরুল একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হলো সাত দিনব্যাপী নজরুল সম্মেলন। গতকাল সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এই সম্মেলন। উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ও কবির নাতনি খিলখিল কাজী। নজরুল একাডেমির সভাপতি লোকবিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ এম এম ফরহাদ, ম. মিজানুর রহমান, রবিন মুখোপাধ্যায় প্রমুখ। মূল আলোচক ছিলেন মোহাম্মদ জাকীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ফজলে রাব্বী বলেন, ‘বঙ্গবন্ধু নজরুলকে এ দেশে ফিরিয়ে আনার সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন বলেই আমরা এই কবির সাহচর্য পেয়েছি। এই সম্মেলনের মাধ্যমে নজরুলের সাহিত্য ও গানের প্রতি বাঙালি আরও আগ্রহী হয়ে উঠবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর