শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাকা - গিকার প্রার্থীরা কোণঠাসা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সাকা - গিকার প্রার্থীরা কোণঠাসা

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সমর্থিত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়েছেন। ইতিমধ্যে সাকা চৌধুরী ও গিকা চৌধুরীর সমর্থিতরা ‘কৌশলে’ মাঠে নির্বাচনী প্রচারণা চালালেও প্রকাশ্যে মাঠে নেই মামলা-হামলার আতঙ্কে। আবার বিএনপির অনেকের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা বা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কিনা সে বিষয়েও জোর দেওয়া হবে। এতে সবকিছু মিলে দলীয় প্রধান বেগম খালেদা জিয়াই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, শত নির্যাতনের পরও আমরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করব।’ নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা বলেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তার সমর্থিত নেতা-কর্মীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন।  নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১৪ পৌরসভার মধ্যে এবার ১০টিতে নির্বাচন হবে। এতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- মিরসরাই : মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা কৃষক দল নেতা আতিকুল ইসলাম লতিফী, পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহমেদ ও পৌর বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম পারভেজ। বারইয়ারহাট : বিএনপি নেতা সাবেক মেয়র জালাল উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাকা সমর্থিত মাঈনুদ্দিন লিটন এবং পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। সন্দ্বীপ : সাকা চৌধুরীর সমর্থিত পৌর বিএনপি নেতা আলমগীর হোসেন ঠাকুর এবং আজমত আলী বাহাদুর ও রিপন তালুকদার। রাঙ্গুনিয়া : বিএনপি নেতা ও সাকা সমর্থক মেয়র নুরুল আমিন ও পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব ছাফা। রাউজান : উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জসিম সিকদার, সাকা সমর্থিক আবদুল্লাহ আল হাসান। বাঁশখালী : বিএনপি নেতা সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম আজগরী, লায়ন নাসির উদ্দিন, আতিকুল ইসলাম ফারুকী, বিএনপি নেতা রাসেল ইকবাল মিয়া। চন্দনাইশ : সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন। সাতকানিয়া : পৌর বিএনপির সভাপতি হাজী রফিকুল আলম, থানা বিএনপি সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুজিবুর রহমান। পটিয়া : পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, জেলা যুবদল সভাপতি বদরুল খায়ের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক। সীতাকুণ্ড : পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ, পৌর বিএনপির বর্তমান সভাপতি ইউসুফ নিজামী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর