শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মেট্রোরেল প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল প্রকল্প) অতিদ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কোনোভাবেই যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান এবং মো. মনিরুল ইসলাম বৈঠকে অংশ নেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয় জানায়, সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সর্বশেষ খবর