শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার ১১ ফাদারকে হত্যার হুমকি

রংপুর ও দিনাজপুর

প্রতিদিন ডেস্ক

এবার রংপুরের ১০ ব্যাপ্টিস্ট চার্চের ১০ ফাদার এবং দিনাজপুরের এক ফাদারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রংপুরে চিঠি পাঠিয়ে এবং দিনাজপুরে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর

রংপুর : এবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ১০টি ব্যাপ্টিস্ট চার্চের ১০ ফাদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশ আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ রংপুরের পালক প্রধান ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমরমের নামে ডাকযোগে পাঠানো এক চিঠি দিয়ে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পর নিরাপত্তা চেয়ে অন্য ফাদারদের পক্ষে মাদার বার্নাবাস হেমরম গতকাল দুপুরে কোতোয়ালি থানায় জিডি করেছেন। ওই চিঠিতে ফাদার বার্নাবাসসহ আরও ১০ জনের নাম উলে­খ করা হয়। তারা সবাই রংপুর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপ্টিস্ট চার্চের ফাদার হিসেবে কর্মরত আছেন। কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, গতকাল সকালে বিষয়টি জানার পর দুপুর থেকে নগরীর ব্যাপ্টিস্ট চার্চে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অন্য চার্চগুলো নজরদারিতে রাখা হয়েছে।

দিনাজপুর : এবার বীরগঞ্জ চকবানারসী গ্রামের ক্যাথলিক চার্চের ফাদার কার্লস বাবু টপ্প্যকে (৫০) হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় মুঠো ফোনের খুদে বার্তায় এ হুমকি দেওয়া হয়। গতকার ফাদার কার্লস বাবু টপ্প্য বলেন, ‘একটি মোবাইল ফোন (০১৭৮০৯৯৭৮৯২) নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি পরপর তিনবার হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা পাঠান। আমি বিষয়টি তৎক্ষণাৎ বিশপ সেবাস্তিয়ান টুডু ডিজিকে অবহিত করি। পরে রাত ১০টা ১৪ মিনিটে আরও একটি খুদে বার্তা পাঠান।’

মিশনের ম্যানেজার জোসেফ হেমরম জানান, মাত্র দেড় মাস আগে ফাদার কার্লস বাবু টপ্প্য এখানে যোগদান করেন। এর আগে রাজশাহীতে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর