শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী ট্রাইব্যুনাল

জাতিসংঘ কমিশনের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক

চলমান মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন থেকে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সংস্থার যুক্তি খণ্ডন করে বক্তব্য উপস্থাপন করেছে বাংলাদেশ। গতকাল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ হাইকমিশনে পাঠানো পত্রে বাংলাদেশ বলেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় নিয়ে ভুল উপলব্ধি বা ভুল ধারণার কারণে মানবাধিকারবিষয়ক হাইকমিশন তাদের সংবাদ ব্রিফিংয়ে যে উপসংহার টেনেছে, তাতে বাংলাদেশ অত্যন্ত বিব্রত। বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন উত্থাপন করে বলা হয়, হাইকমিশন কি তাহলে যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছে? নাকি তারা অন্যায়ের শিকার হওয়া মানুষের পাশে থাকবে?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর