শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শহীদ ডা. মিলন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে এরশাদ সরকারবিরোধী আন্দোলনের একপর‌্যায়ে বিএমএ’র যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে শহীদ ডা. মিলন সংসদ স্মরণসভার আয়োজন করেছে। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর