শিরোনাম
সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খান এ সবুরের নামে স্থাপনার তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতাবিরোধী খান এ সবুরের নামে খুলনা সিটি করপোরেশন এলাকায় কী কী স্থাপনা ও প্রতিষ্ঠান রয়েছে এর তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। খুলনা সিটির মেয়রকে ১৫ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে ৩ নভেম্বর একই বেঞ্চ খান এ সবুর সড়কের নাম প্রত্যাহার করে আগের ‘যশোর রোড’ নামটি ফিরিয়ে আনতে আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছিলেন। সে অনুযায়ী খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনাগুলোর নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির।

সর্বশেষ খবর