শিরোনাম
সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে ওষুধের দোকানে ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে গতকাল ওষুধের দোকানগুলো আধাবেলা ধর্মঘট পালন করেছে। এতে জরুরি ওষুধের জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের। গ্রেফতার হওয়া ওষুধের দোকান মালিক-কর্মচারীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে চট্টগ্রাম কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেয়। জানা যায়, অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে গত মঙ্গলবার নগরীর কেসি দে রোডে ওষুধের দোকানে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ওষুধের দোকানের ১২ মালিক-কর্মচারীকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে নগরীর কোতোয়ালি থানায় মামলা করে তাদের গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ খবর