সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আমনের ন্যায্যমূল্য দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়ে আমন ধানের ন্যায্যমূল্য দাবি করেছেন রংপুরের কৃষকরা। গতকাল দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সমাবেশ করে এ দাবি জানান রংপুর বিভাগের আট জেলার শত শত কৃষক। এর আগে কৃষকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বাংলাদেশ কৃষক সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির ব্যানারে এ কৃষক সমাবেশে চলতি মৌসুমে আমন ধানের ন্যায্যমূল্য নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের দাবি জানানো হয়। একই দাবিতে ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।গত বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্যের দাবিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সড়কে ধান ফেলে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছিলেন কৃষকরা।

কৃষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি চন্দন ঘোষের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কৃষক সমিতির আলতাফ হোসেন ও আবদুল জলিল প্রমুখ।

সর্বশেষ খবর