শিরোনাম
সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নেপালকে সহায়তা করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের নতুন সরকারের শুভ কামনা করে বলেছেন, সদ্য দায়িত্ব গ্রহণকারী সরকার দেশটির জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ ও জাতিকে অধিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। গত এপ্রিলের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং দেশের সম্পূর্ণ পুনর্গঠনে নেপাল সক্ষম হবে। ভূমিকম্প ও অবরোধের ফলে নেপালের জনগণের দুুর্ভোগ লাঘবে বাংলাদেশ সহায়তা করতে প্রস্তুত। গতকাল নেপালের বিদায়ী রাষ্ট্রদূত হরিকুমার সেরেস্তা প্রধানমন্ত্রীর সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। নেপালের চলমান বিক্ষোভ ও অবরোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা সুখের যে, বাংলাদেশের মতো রক্তাক্ত আন্দোলনের চেয়ে হিমালয়ের দেশটি সম্পূর্ণ শান্ত এক বিক্ষোভ প্রত্যক্ষ করছে।

সর্বশেষ খবর