সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
মৈত্রী মোটর র‌্যালি

ভ্রাতৃত্ববন্ধনের মাইলফলক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারি সারি ২০টি গাড়ি। গাড়িতে পত পত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজের গর্বের পতাকা। সঙ্গে শোভা পাচ্ছে ভারত, ভুটান ও নেপালের পতাকা। পাশাপাশি চার দেশের পতাকা যেন পরম ভ্রাতৃত্ব ও মমতাবোধের ভাষাই জানান দিচ্ছে। বার্তা দিচ্ছে চার দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের। সে সম্পর্কের আবহ ধরেই ৮০ জনের একটি দল চার হাজার ২২৩ কিলোমিটার পথ পরিভ্রমণ করছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মৈত্রী মোটর শোভাযাত্রা।

গতকাল র‌্যাডিসন ব্লু হোটেলের সামনে মোটর দলটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ফ্ল্যাগ অফ করে শোভাযাত্রাকে বিদায় জানান।

সর্বশেষ খবর