বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খুলনায় পুলিশের গুলিতে চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা এলাকায় পুলিশের গুলিতে একজন চোরাকারবারি নিহত হয়েছেন। গুলি তার বুকে বিদ্ধ হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় চোরাচালানের পণ্য বহনকারী কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন সহকারী পুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভারতীয় কাপড় বোঝাই দুটি কাভার্ড ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, গতকাল ভোর রাতে চোরাচালানের পণ্য নিয়ে সাতক্ষীরা থেকে দুটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৬-৬৯০৫ এবং ঢাকা মেট্রো ড ১১-১৬৫১) খুলনার দিকে আসছিল। খবর পেয়ে খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল চুকনগর বাজারে অবস্থান নেয়। কিন্তু কাভার্ড ভ্যান দুটি তাদের পাশ কাটিয়ে খুলনার দিকে চলে যায়। এ সময় এপিবিএন সদস্যরা মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে চড়ে তাদের পিছু ধাওয়া করে। চুকনগর বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাকুন্দিয়া নামক স্থানে এপিবিএনের মাইক্রোবাসটি চোরাকারবারিদের কাভার্ড ভ্যান অতিক্রম করে সড়কের ওপর দাঁড় করিয়ে তাদের গতিরোধ করার চেষ্টা করে। কিন্তু ঢাকা মেট্রো ট ১৬-৬৯০৫ নম্বরের কাভার্ড ভ্যানটি না থেমে সজোরে ধাক্কা দিলে এপিবিএনের মাইক্রোবাসটি উল্টে যায়। এতে সহকারী পুলিশ সুপার এহতেশাম, সহকারী উপ পরিদর্শক মহাদেব, কনস্টেবল আকবার, আলামিন, মাসিকুল আলমসহ ১০ জন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর