বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে কমিটি

১০ হাজার শিক্ষককে এমপিওভুক্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর‌্যায়ের প্রায় ১০ হাজার শিক্ষককে এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সুপারিশ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি সূত্র জানায়, ১৯৯৩-৯৪ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ পর‌্যায়ে স্নাতক ও স্নাতকোত্তর এমপিওভুক্ত হয়। স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করার জন্য প্রতি বিষয়ের জন্য কলেজে কমপক্ষে ছয় থেকে আটজন শিক্ষক থাকা আবশ্যক। স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু হওয়ার পর প্রতি বিষয়ের জন্য শিক্ষকদের এমপিওভুক্তির অনুপাত বাড়ানো হয়নি। এমপিওভুক্তির বিধিমালায় স্নাতক ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকদের রাখা হয়নি। ফলে এ সব প্রতিষ্ঠানের শিক্ষকরা কোর্সগুলোয় পাঠদানের জন্য আলাদা সম্মানী পান না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর