বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নির্দিষ্ট স্থানে বসবে হকার

আজ বৈঠক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে ভাসমান হকারদের দখলে থাকা ফুটপাথ উদ্ধারে পরিকল্পনা করেছে সিটি করপোরেশন। নতুন নিয়ম মতে, নির্দিষ্ট সময় ও স্থানে বসবে হকার। এতে নিরসন হবে যানজট। পথচারীদের জন্য উম্মুক্ত হবে ফুটপাথ। সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে হকার সংগঠনগুলোর এ সংক্রান্ত একটি সভা আজ হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে সংগঠনগুলোর কাছে বৈঠকের চিঠি ইস্যু করা হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, পুরো নগরীর হকারদের একটি নির্দিষ্ট ফ্রেমে আনা হবে। নতুন নিয়ম মতে, হকাররা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে বসবে। আলোচনার মাধ্যমে স্থান নির্ধারিত হবে। দিনের বেলায় পথচারীরা ফুটপাথ দিয়ে চলাচল করবে। চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মিলন হোসেন বলেন, নিবন্ধিত সংগঠনগুলোর কাছে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আমরা মানব না।

সর্বশেষ খবর