শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পূর্ণাঙ্গ হচ্ছে ছাত্রলীগের কমিটি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দশ সদস্যের নাম ঘোষণার প্রায় ১৫ মাস পর অবশেষে পূর্ণাঙ্গ হতে যাচ্ছে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি। কয়েক দিনের মধ্যেই কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হওয়ার কথা রয়েছে। অনুমোদনের জন্য গঠনতন্ত্র অনুযায়ী ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় দফতরে। পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে জেলা ছাত্রলীগের নেতৃত্বশূন্যতা ও অভ্যন্তরীণ কোন্দলের নিরসন ঘটবে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর শাহরিয়ার আলম সামাদ সভাপতি ও এম রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটির শীর্ষ ১০ পদে কেন্দ্র থেকে নাম ঘোষণা করা হয়। এক বছরের কমিটির মেয়াদ ১৫ মাস পেরিয়ে গেলেও ১০ সদস্যের পক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। অবশেষে গত সপ্তাহে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি নিয়ে কেন্দ্রে পাঠিয়েছেন। সূত্র জানায়, আংশিক কমিটির নেতারা গঠনতন্ত্র উপেক্ষা করে ১৬১ সদস্যের কমিটি অনুমোদন করিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয় গঠনতন্ত্রের বাইরে কোনো পদ অনুমোদন দেওয়া হবে না। কেন্দ্রের এই কঠোর নির্দেশের পর গঠনতন্ত্র অনুযায়ী ১২১ সদস্যের কমিটি জমা দেওয়া হয়। সূত্র আরও জানায়, পূর্ণাঙ্গ কমিটির পদগুলোও সিলেটের বিভিন্ন গ্র“পের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এতে কমিটিতে ত্যাগী অনেকই বাদ পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এ আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বলেছেন- পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী, পরীক্ষিত, অবিবাহিত ও প্রকৃত ছাত্রদের নাম রাখা হয়েছে। কেন্দ্রের কাছে জমা দেওয়া ১২১ সদস্যের কমিটি শিগগিরই অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর