বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

১২ দরপ্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঠিকাদার নিয়োগ ও ১৮ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সরঞ্জামাদি কেনাসহ ১২টি দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ান ফেডারেশনের অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে তৃতীয় চুক্তির অ্যাডিশনাল অ্যাগ্রিমেন্ট নম্বর-২ সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় একক উৎস হিসেবে রাশিয়ান ফেডারেশনের অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট থেকে চতুর্থ চুক্তির মাধ্যমে সম্পাদিতব্য সেবা বা কার্যাদি ক্রয় ও চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর