শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিলেটে বিদ্রোহ যে কারণে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিদ্রোহ যে কারণে

সিলেটে পৌরসভা নির্বাচনে একক প্রার্থী দিতে পারেনি আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জেলার তিন পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন পাঁচজন। তবে অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে তিন পৌরসভায়ই একক প্রার্থী দিয়েছে বিএনপি। অন্যদিকে, মেয়র পদে দলীয় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করেছে জামায়াত। তিন পৌরসভার মধ্যে কেবল কানাইঘাটে স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হয়েছেন এক জামায়াত নেতা। ২০১১ সালে কানাইঘাটে জামায়াতের প্রার্থী হিসেবে মো. ওলিউল্লাহ মেয়র নির্বাচন করলেও এবার তিনি আগেভাগেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে ওলিউল্লাহকে নিয়ে প্রকাশ্যে মাঠে না নেমে পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে জামায়াত।

সিলেটে তিন পৌরসভার মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে  বেশি বিদ্রোহী প্রার্থী গোলাপগঞ্জে। ওই পৌরসভায় প্রথমে দলীয় মনোনয়ন দেওয়া হয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিনকে। পরে মিছবাহকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলুকে। পাপলু মনোয়ন পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান মিছবাহ। তবে মাঠ ছাড়েননি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। ওই পৌরসভায় মেয়র পদে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী। এ ছাড়াও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মো. সুহেদ আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান।

জকিগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক আহমদ। গোলাপগঞ্জের মতো জকিগঞ্জেও বিএনপির একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর জাতীয় পার্টির সভাপতি, বর্তমান মেয়র আবদুল মালেক ফারুক, খেলাফত মজলিসের মো. জাফরুল ইসলাম ও আল ইসলাহ নেতা হিফজুর রহমান। মেয়র পদে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কানাইঘাট পৌরসভায়। সেখানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান। বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খোকন। বিএনপির একক প্রার্থী হয়েছেন বর্তমান কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা। স্বতন্ত্র ব্যানারে মেয়র প্রার্থী হয়েছেন জামায়াত নেতা একেএম ওলিউল্লাহ। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা সাধারণ সম্পাদক বাবুল আহমদ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর