শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশে শীর্ষস্থান হারিয়েছে ফেসবুক

প্রতিদিন ডেস্ক

আলেক্সা র‌্যাকিংয়ে বাংলাদেশে শীর্ষস্থান হারিয়েছে ফেসবুক। নিরাপত্তার কারণে সরকারের নির্দেশে ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকায় শীর্ষ অবস্থান থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমটি চার-এ নেমে এসেছে। বর্তমানে অল্প কিছু ব্যবহারকারী বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছেন, যা আগের তুলনায় ১০ ভাগেরও কম। বর্তমানে বাংলাদেশে এক নম্বরে গুগল, দুই নম্বরে গুগল বিডি, তিন নম্বরে ইউটিউব এবং শীর্ষস্থান হারিয়ে চার নম্বরে অবস্থান করছে ফেসবুক। বাংলাদেশে বন্ধের আগে এ তালিকায় দীর্ঘদিন এক নম্বরে ছিল ফেসবুক। বিশ্ব র‌্যাকিংয়েও ফেসবুক রয়েছে দুই নম্বরে এবং ভারতে তিন নম্বরে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শিগগিরই ফেসবুক খুলে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর