শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

৬৬ পৌরসভায় মেয়র প্রার্থী দিলেন পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

পৌরসভা নির্বাচনে মুফতি সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬৬ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- সাভার হাফেজ মাওলানা ওহিদুর রহমান, তারাব মাওলানা শিব্বির আহমদ, শ্রীপুর মুহাম্মদ ফরহাদ হোসেন, মনোহরদী আবদুল মান্নান, মাধবদী মুহাম্মদ হারুন মিয়া, কালকিনি মুহাম্মদ লুৎফুর রহমান, মাদারীপুর সদরে হাজি আজমত আলী, বাজিতপুর মুহাম্মদ সেলিম উদ্দিন, শরীয়তপুর সদরে মুহাম্মদ আয়াজ আলী ওস্তাগার, জাজিরা মুহাম্মদ সেকান্দর আলী ফকির, নড়িয়া আলহাজ শামসুদ্দিন মোল্লা, শ্রীবর্দী মুফতি কামরুজ্জামান, মুন্সীগঞ্জ মহিউদ্দিন, মীরকাদিম আবদুল গফুর, টাঙ্গাইল সদরে আহমদ আবদুল কাদের, মধুপুরে মুহাম্মদ হারুনুর রশিদ, নান্দাইলে মাওলানা তবারক আলী, মিরসরাই মির্জা আরিফুল ইসলাম, চৌমুহনী মাওলানা জাকির হোসাইন, রামগঞ্জ মুহাম্মদ জাকির হোসেন দেওয়ান, রায়পুর মুহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী, লাকসাম ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, দাউদকান্দি আলী হোসেন, হোমনা আবদুল হাকিম, হাজীগঞ্জ শাহজাহান, ফরিদগঞ্জে হাফেজ দেলাওয়ার হোসাইন, মতলব মুহাম্মদ মাসুদ মিজি, কুষ্টিয়া মাওলানা আবদুল খালেক, যশোর মোহাম্মদ আলী সর্দার, বাঘারপাড়া মো. শহিদুল ইসলাম, মনিরামপুর আলহাজ মাস্টার আবু তালেব, চুয়াডাঙ্গা সদর তুষার ইমরান সরকার, মোরেলগঞ্জ মোকাম্মেল হোসেন ফকির, হরিণাকুণ্ডু আবদুর রাজ্জাক, মোহেশপুর মো. তাহাব্বুর রহমান,  রাজশাহীর মণ্ডমালা আহমেদ হোসাইন, বগুড়া তরিকুল ইসলাম, শেরপুর ইমরান হোসেন, পাবনা সদর আবু বকর, উল্লাহপাড়া মুহাম্মদ মাহমুদুল হাসান, শাহজাদপুর আবদুল হক, সিরাজগঞ্জ সদর আলহাজ শহিদুল্লাহ, বেলকুচি মাওলানা রেজাউল করিম, নওগাঁ সদর ডা. শহিদুল ইসলাম, বদরগঞ্জ মুহা. আবদুল বাকী, পাটগ্রাম মুহা. রফিকুল ইসলাম সুমন, লালমনিরহাট সদর আমিনুল ইসলাম, সৈয়দপুর হাফেজ মুহা. নুরুল হুদা, জলঢাকা মুহাম্মদ শরীফুল ইসলাম, নাগেশ্বরী মাওলানা রফিকুল ইসলাম, উলিপুর হাফেজ জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম সদর মুহাম্মদ বেলাল হোসেন, মেহেন্দিগঞ্জ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, বাকেরগঞ্জ মুহা. হেমায়েত উদ্দিন হাওলাদার, বানারীপাড়া মুহা.জালিস মৃধা, মুলাদী মাওলানা মনজুরুল ইসলাম, গৌরনদী ওবায়দুল হক নবী মিয়া, উজিরপুর আবদুল মান্নান হাওলাদার, কুয়াকাটা আলহাজ নুরুল ইসলাম, ভোলা আলহাজ আতাউর রহমান মমতাজি, হবিগঞ্জ মুহাম্মদ আবদুল কাইয়ূম, মৌলভীবাজার মাওলানা মোস্তফা কামাল। গতকাল নিজ এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। এর আগে দলের পক্ষে এসব প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর