শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে পুলিশের সোর্স খুন গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুসসালাম এলাকায় হিটলু (৪৫) নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে, উত্তরায় আশিকুর রহমান (১১) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ  তাদের  লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দারুসসালাম থানার এসআই খাদিজাতুজ শায়লা জানান, বৃহস্পতিবার রাতে মাজার রোডের পাহাড়িকা টিম্বার নামে একটি কাঠের দোকানের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় হিটলুর লাশ উদ্ধার করা হয়। তার শরীরে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি পরিবারের সঙ্গে জহুরাবাদ এলাকায় থাকতেন। এ ঘটনায় নিহতের ভাই টিটু ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। নিহতের ভাই জানান, তার ভাইয়ের সঙ্গে কারও বিরোধ ছিল না। তবে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এদিকে, উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, আশিক পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। ছয় মাস ধরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ির ৬/এ ব্লকে তালিবুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। রাতে খবর পেয়ে পুলিশ বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটির গৃহকর্তা একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। শিশুটির আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর