রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ইউরেনিয়াম খনির সন্ধান

প্রতিদিন ডেস্ক

সিলেট ও মৌলভীবাজারে ইউরেনিয়াম খনির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম ফজলে কিবরিয়া। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ‘বিশ্বের যেসব খনি থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা হয়। সেগুলোতে ৩০০ থেকে এক হাজার পিপিএম ইউরেনিয়াম রয়েছে। আর আমাদের রয়েছে ৫০০ পিপিএম ইউরেনিয়াম। কতটুকু এলাকা জুড়ে এ ইউরেনিয়াম রয়েছে, আমরা তার সমীক্ষা শুরু করেছি। বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা সেটাও বিবেচনা করা হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর