রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঢাবি ছাত্রলীগের কর্মসূচিতে যেতে দেরি করায় ১০ ছাত্রকে মারধর

এক কর্মীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ ও মারধরে চারজন আহত হয়েছেন। কর্মসূচিত যেতে দেরি করায় গতকাল সকালে জিয়াউর রহমান হলে ১০ ছাত্রকে মারধর করেন হল শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ ছাড়া শুক্রবার গভীর রাতে স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হন। এ সময় মারধরের পর এক শিক্ষার্থীকে তৃতীয় তলা থেকে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ৮টায় তিন নেতার মাজারে ফুল দেওয়া কর্মসূচিতে যোগ দিতে সকাল ৭টার মধ্যে শিক্ষার্থীদের হলের অতিথিকক্ষে উপস্থিত হওয়ার নির্দেশ দেন হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা। শিক্ষার্থীরা আসতে দেরি করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মোল্লা। এ সময় তিনি ও তার সহযোগীরা ১০ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন। এতে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশিকের মাথায় আঘাত লাগলে অজ্ঞান হয়ে যান।

সর্বশেষ খবর