সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাটের বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

ছয় পণ্য পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। গতকাল রাজধানীর গুলশান, বনানী ও বাড্ডা বাজারে চালের আড়তে মোবাইল কোর্টের অভিযান চলার সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রায় ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ৩০০ প্লাস্টিকের বস্তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

মির্জা আজম বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহারের  পাশাপাশি প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। গতকাল সারা দেশে ৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে মোট ৮২২টি মামলা দায়ের করা হয়। এতে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর