সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জঙ্গি ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি

—————— বিজিবি ডিজি

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি

জঙ্গি তত্পরতা ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ। দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চোরাচালানে সম্পৃক্ততা, মাদক ব্যবসা ও নারীঘটিত কারণে তিন বছরে শতাধিক সদস্যকে বিজিবি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়নি এটা সত্য। তবে কমে এসেছে।

সর্বশেষ খবর