সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তদবিরে বন্ধ ভেজাল ওষুধ বিরোধী অভিযান!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নানা তদবিরের কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আলোচিত ভেজাল ওষুধ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান! টানা পাঁচ মাস ধরে চলা অভিযান গত ১৫ দিন বন্ধ রয়েছে। ফলে ভোক্তাদের মাঝে বিরাজ করেছে চরম হতাশা ও আতঙ্ক। পক্ষান্তরে উত্সাহিত হচ্ছেন ভেজাল ওষুধ ব্যবসায়ীরা। দাবি সংশ্লিষ্ট সূত্রের।

জানা যায়, ২৪ নভেম্বর চট্টগ্রামের ওষুধ পাড়াখ্যাত হাজারী গলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা চালায় সেখানকার ব্যবসায়ীরা। এতে দুই আনসার সদস্য আহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের সহকারী বাদী হয়ে মামলা করেন। কার্যত এটিই ছিল ওষুধের বিরুদ্ধে শেষ অভিযান।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, নানা কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ রয়েছে। অভিযান পরিচালনার জন্য বিভিন্ন স্থান থেকে অনুরোধ যেমন আসছে; তেমনি বন্ধের জন্যও তদবির রয়েছে। তবে এ ব্যাপারে জেলা প্রশাসক অত্যন্ত সচেতন।

সর্বশেষ খবর