সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্ত্রী হত্যায় ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল হকের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি সৌমেন্দ্র সরকার এবং বিচারপতি এএনএম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের এম এ মন্নান মোহন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শামসুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ নভেম্বর বগুড়ার কাহালু উপজেলায় সিরাজুল হক ইনজেকশনের মাধ্যমে স্ত্রী শিরীনা আক্তারকে বিষপ্রয়োগে হত্যা করেন। এ ঘটনায় করা মামলায় ২০১০ সালের ২১ জুলাই সিরাজুল হকের ফাঁসির আদেশ দেন বগুড়ার অতিরিক্ত জেলা জজ। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর