বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডাকাতের কবলে ভারতীয় তীর্থযাত্রী দল, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই ভারতীয় তীর্থযাত্রী। তারা হলেন- ভুপেন্দ্র কুমার (৪৫) এবং মুল চান্দ (৫৫)। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পন্থিসিলা এলাকায় ডাকাতের কবলে পড়েন তীর্থযাত্রীরা। এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের পাঞ্জাব থেকে শিখ মন্দির দেখতে এসেছিলেন ৩২ সদস্যের একটি তীর্থদল। তারা চারটি মাইক্রোযোগে সোমবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। যাওয়ার পথে পন্থিসিলা এলাকায় একটি মাইক্রোবাসের যন্ত্রাংশ খুলে পড়লে তা মেরামত করার সময় ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। ডাকাত দল তাদের কাছ থেকে টাকা আর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর