শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
খালেদার সঙ্গে পঙ্কজের সাক্ষাৎ

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ভারত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ভারত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গতকাল তার গুলশানের বাসভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ সৌজন্য সাক্ষাৎ করেন —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সব সময় ভারত পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন ভারতীয় হাইকমিশনার। গতকাল সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান পঙ্কজ শরণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এ কথা বলেন।  এ সময় বিএনপি প্রধানের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন ভারতের বিদায়ী এই হাইকমিশনার। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে সাংবাদিকদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার কোনো কথা বলেননি। এ সময় বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রাজেশ উইকি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর