শিরোনাম
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

রামদা ও চাপাতি নিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আহতের মধ্যে আটজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সাহাদাত হোসেন সোহাগ, জসিম খান এবং আবু বকর, আবদুল আজিজ, মাইন উদ্দিন, বিল্লাল হোসেন, জয় ও আবু বকর। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। এতে পুরো কলেজ চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জিয়াউর রহমান ও সাংগঠনিক সম্পাদক গাজী হামিদুর রহমান সবুজকে আটক করে পুলিশ। তবে এই সংঘর্ষ নিয়ে একেকজন একেক ধরনের কথা বলছেন। আহত জসিম খান জানান, তিতুমীর কলেজের আঁখি ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালমান মিত্রর সঙ্গে কিছু ছাত্রের সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওই গ্রুপের নেতা হচ্ছেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা স্যামসং মিত্র চার্লস। পরিকল্পিতভাবে তারা রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। হাসান নামে এক শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। ওই সূত্র ধরেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা। জানা গেছে, দুর্গা পূজায় চাঁদাবাজির অভিযোগে কলেজ শাখার অপর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সানী ও দেলোয়ার নামে দুই ছাত্রকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার করে।

সর্বশেষ খবর