রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নিয়ম উপেক্ষা করে নিয়োগের পাঁয়তারা

ইকবাল হোসাইন রুদ্র, ইবি

নিয়ম উপেক্ষা করে নিয়োগের পাঁয়তারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও মুসলিম বিধান বিভাগে নিয়মবহিভর্‚তভাবে কয়েকজন শিক্ষক নিয়োগের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে। নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াই এ প্রক্রিয়া সম্পন্নে মরিয়া তারা। আজ উপাচার্যের বাংলোয় এ নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের কাছে আবেদন করেছেন প্ল্যানিং কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য। এতে তারা অভিযোগ করেছেন, বিভাগীয় সভাপতি অর্থের বিনিময়ে নিজের প্রার্থীকে নিয়োগের পাঁয়তারা করছেন। এর আগে ২৭ জুন নিয়োগ বোর্ডের তারিখ থাকলেও প্ল্যানিং কমিটির আপত্তিতে শেষ পর্যন্ত বোর্ড সভা স্থগিত হয়। কিন্তু আবারও প্ল্যানিং কমিটির সুপারিশ ছাড়াই নিয়মবহিভর্‚তভাবে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে বলে গোপন সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ২০১৩ সালে বিভাগীয় প্ল্যানিং কমিটির সুপারিশের ভিত্তিতে একটি স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হলেও ওই বোর্ড অনুষ্ঠিত হয়নি। আগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ দিতে প্ল্যানিং কমিটির মাধ্যমে কর্তৃপক্ষের কাছে চাহিদা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু প্ল্যানিং কমিটির মতামত উপেক্ষা করে আজ আগের বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ বোর্ডের তারিখ ঘোষণা করা হয়েছে। এদিকে বেআইনি ও অবৈধ আখ্যা দিয়ে বোর্ড বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেন প্ল্যানিং কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য।

সর্বশেষ খবর