রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রবৃদ্ধি বৃদ্ধিতে কৃষকরা ভূমিকা রাখছেন : গভর্নর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অনেক দেশের গড় প্রবৃদ্ধি যেখানে ৩ শতাংশ সেখানে আমাদের দেশের প্রবৃদ্ধি ৬ শতাশের উপরে, যা আমরা আগামীতে ৭ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধিতে কৃষকরা বিশেষ ভূমিকা রাখছেন। গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দর্শনার্থী বিশ্রামাগার উদ্বোধন ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার শাহ জালাল, বিজিবি সেক্টর কমান্ডার লে. কর্নেল তারিকুল ইসলাম খাঁন, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দত্ত, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার নূরুল হুদা প্রমুখ।

সর্বশেষ খবর