রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মূল নকশাতেই হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মূল নকশাতেই তৈরি হচ্ছে চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার। সে অনুযায়ী ষোলশহর দুই নম্বর গেটে লুপলাইন এবং জিইসি মোড়ে চারটি র‌্যাম হবে। এসব র‌্যাম ব্যবহার করে মূল ফ্লাইওভারে উঠানামা করা যাবে। গতকাল একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চুয়েট ভিসি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘জনগুরুত্বের কথা চিন্তা করে বিভিন্ন পয়েন্টে গাড়ি ওঠা-নামার ব্যবস্থা করা হয়েছে ফ্লাইওভারে। নকশার জটিলতা দূর হওয়ায় এখন দ্রুতগতিতে কাজ সম্পন্ন হবে। জানা যায়, ২০১৩ সালের একনেকে মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ খবর