রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

টোলমুক্ত হলো প্রবেশদ্বারগুলো

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবশেষে বরিশাল মহানগরীর তিনটি প্রবেশপথে যানবাহন থেকে সিটি করপোরেশনের টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে টোল ঘরগুলো তালাবদ্ধ ও সাইন বোর্ড অপসারণ করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। জানা গেছে, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে সড়ক-মহাসড়কে যানবাহন থেকে সিটি করপোরেশন এবং পৌরসভার নামে টোল আদায় নিষিদ্ধ করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল নগরীর তিনটি প্রবেশদ্বার কালিজীরা, গড়িয়ারপার ও রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনের টোলপ্লাজাগুলো শুক্রবার রাতে বন্ধ করে দেওয়া হয়। এখন টোলমুক্তভাবে যানবাহন নগরীতে ঢুকতে ও বের হতে পারবে।

সর্বশেষ খবর