শিরোনাম
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অগ্রিম কর আদায় কেন অবৈধ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রাইভেট কার, জিপ এবং মাইক্রোবাস মালিকদের কাছ  থেকে অগ্রিম কর (এআইটি) নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি  শেখ হাসান আরিফ এবং বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে আইন সচিব, অর্থ সচিব ও এনবিআর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ ও সাকিনা বেগম। ১৫০০ সিসি পর্যন্ত মোটর কার, জিপ ১৫ হাজার, ২০০০ সিসি ৩০ হাজার, ২৫০০ সিসি ৫০ হাজার, ৩ হাজার সিসি ৭৫ হাজার, ৩৫০০ সিসি ১ লাখ ও ৩৫০০ সিসির উপরে এক লাখ ২৫ হাজার টাকা আয়কর দিতে হবে। মাইক্রোবাস প্রতিটির জন্য ২০ হাজার টাকা। তবে একই ব্যক্তির একাধিক গাড়ির প্রতিটির জন্য ৫০ শতাংশ বেশি আয়কর দিতে হবে। যা ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স ১৯৮৪-এর ২(৩৪) ও (৪৬) এবং ২০ বিধির পরিপন্থী।

সর্বশেষ খবর