বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পাঁচ দফা দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট তিন দিন পর প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর গতকাল সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ও সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া। প্রশাসন শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। সিলেটের বিভিন্ন সড়কে বাঁশকল বসিয়ে চাঁদা আদায়, শ্রমিক নির্যাতন ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সেতুতে বর্ধিত টোল কমানো ও সিলেট-ভোলাগঞ্জ, সিলেট-জাফলং সড়ক সংস্কারের দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট পালন করছিল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। ট্রাক শ্রমিকদের দাবি প্রতি একাত্মতা পোষণ করে গতকাল সকাল থেকে ধর্মঘটে নামে গণপরিবহন শ্রমিকরা। ফলে গতকাল সকাল থেকে সিলেটের সব সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের সকাল থেকে কাউন্টার ও টার্মিনালে গিয়ে বাস না পেয়ে ফিরে আসতে হয়েছে। এদিকে ট্রাক ধর্মঘটের কারণে সিলেটে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। সবমিলিয়ে অচল হয়ে পড়ে সিলেট।

সর্বশেষ খবর