বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

নীরবের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে ঢাকা শহরের সব ম্যানহোল, গর্ত, সুড়ঙ্গ, কূপ, নলকূপের বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না- তাও জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সিটি করপোরেশনের সচিব, ওয়াসার চেয়ারম্যান, ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক, কদমতলী থানার ওসিসহ ১৩ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর ম্যানহোলে পড়ে পাঁচ বছরের শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যু হয়।

সর্বশেষ খবর