শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে ৬০ শতাংশ ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে ৬০ শতাংশ ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

চট্টগ্রামে ১০ পৌরসভায় কমবেশি সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে প্রশাসন। মোট ১৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০ শতাংশ কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। বাকি ২৫ শতাংশ কেন্দ্র মধ্যম এবং ১৫ শতাংশ কেন্দ্রকে কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানা পুলিশ ও পৌরসভার  নির্বাচন অফিসের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ১০টি পৌরসভায় মোট ১৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে বারৈয়ারহাটে ৯টি, মীরসরাইয়ে ৯টি, সন্দ্বীপে ১৫টি, সীতাকুণ্ডে ১৩টি, রাউজানে ১৯টি, রাঙ্গুনিয়ায় ১১টি, পটিয়ায় ১৮টি, চন্দনাইশে ১৬টি, সাতকানিয়ায় ১২টি ও বাঁশখালীতে ১১টি কেন্দ্র রয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন বলেন, মীরসরাই ও বারৈয়ারহাটের সবকটি কেন্দ্রকে প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চন্দনাইশে ১৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৯টি অধিক, ৪টি মধ্যম এবং ২টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়নি। আজকালের মধ্যে তালিকা তৈরি করা হবে। সন্দ্বীপ পৌরসভায় ১৫টি ভোটকেন্দ্রের মধ্যে প্রাথমিকভাবে সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন সহকারী রিটার্নিং অফিসার মো. শহিদ হোসেন। সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আবু সাইদ বলেন, পটিয়া পৌরসভায় ১৮টি কেন্দ্রের মধ্যে ৯টি অধিক, ৫টি মধ্যম ও ৪টি কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সে অনুযায়ী কেন্দ্রের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডে ১৩টি কেন্দ্র রয়েছে। সীতাকুণ্ড পৌরসভার রিটার্নিং অফিসার মো. মাহবুবুল কবির বলেন, প্রাথমিকভাবে সবকটি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জমা দেয়নি। রাঙ্গুনিয়া পৌরসভায় ১১টি কেন্দ্রের সবকটি কেন্দ্রকে প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে থানা পুলিশ চিহ্নিত করেছে। সাতকানিয়ার ১২টি কেন্দ্রের কমবেশী প্রায় সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান উপজেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বাঁশখালী পৌরসভায় ৯টি কেন্দ্রের সবকটিকে প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে থানা পুলিশ।

প্রসঙ্গত, চট্টগ্রামের ১০ পৌরসভায় মোট মেয়র প্রার্থী হচ্ছেন ৩৪ জন, সংরক্ষিত কাউন্সিলর ৭৭ জন ও সাধারণ কাউন্সিলর ৩৩৮ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর