শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না সরকারি সিদ্ধান্ত

অটোরিকশায় মিটার

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে নিবন্ধিত অটোরিকশা ১৩ হাজার। উচ্চ আদালতের নির্দেশে স্টিকার দিয়ে চলছে আরও প্রায় চার হাজার। কিন্তু বিআরটিএ’র অনুমতি না থাকায় স্টিকারের চার হাজার অটোরিকশা মিটারের আওতা-বহির্ভূত। ফলে মিটার লাগানোর সরকারি সিদ্ধান্ত চট্টগ্রামে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না। তবে একই শহরে মিটার ও মিটারবিহীন দুই ধরনের গাড়ি চলাচল করায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন চালক-মালিকরা। এতে যাত্রীরাও ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে। পক্ষান্তরে পুরনো ১৩ হাজার অটোরিকশার মধ্যে নষ্ট-দুর্ঘটনাসহ নানা কারণে অস্তিত্ব নেই প্রায় তিন হাজারের। বাকি ১০ হাজারে মিটার লাগানো হলেও সেগুলো অনেক পুরনো ও মেয়াদোত্তীর্ণ। এর বিপরীতে স্টিকারের গাড়িগুলো অপেক্ষাকৃত নতুন হওয়ায় যাত্রীরাও সেগুলোর দিকে ঝুঁকবে বলে দাবি চালকদের। নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মাসুদুল হাসান বলেন, আদালতের নির্দেশে চলাচল করা অটোরিকশার নিবন্ধন নেই। ফলে সেগুলোতে মিটার লাগাতে তাদের বাধ্য করছি না। তবে পরবর্তীতে এ নিয়ে জটিলতা হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টি আমরা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর