শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

খুতবার আগে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিন : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জুমার নামাজে খুতবার আগে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানোর জন্য আলেম-ওলামাদের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। এ সময় অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, জাভেদ পাটোয়ারী, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, মাওলানা রুহুল আমীন খান উজানীসহ পুলিশ ও আলেম-ওলামাদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ইসলাম দেশপ্রেমের শিক্ষা দেয়। গুটিকয়েক লোক ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে, জঙ্গিবাদ সৃষ্টি করছে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মতভেদের কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে নাস্তিক, মুরতাদ বলতে পারে না। হত্যা করতে, বোমা মারতে বা গুলি করতে পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর