শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বেতন-পেনশন নির্ধারণ এখন অনলাইনে

আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে অনলাইনে বেতন-ভাতা ও পেনশন নির্ধারণ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। (www.payfixation.gov.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, কর্মরত পদ, চাকরিতে যোগদানের তারিখ, কতগুলো টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পেয়েছেন তার তথ্য এবং সর্বশেষ বেতন কাঠামোর তথ্য অনলাইনে দিলেই নতুন স্কেলে (কাঠামোতে) তার বেতন কত হচ্ছে তা চলে আসবে। এ জন্য কাউকে আর ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হবে না। এ জন্য সরকার আইবাস প্লাস প্লাস (iBAS++) নামের একটি পদ্ধতি চালু করেছে। এতে বেতন ও পেনশন নির্ধারণের জন্য আলাদা সফটওয়্যার দেওয়া আছে। আইবাস প্লাস প্লাস হচ্ছে একটি কেন্দ্রীভূত সমন্বিত বাজেট প্রণয়ন বাস্তবায়ন ও হিসাবরক্ষণ পদ্ধতির সফটওয়্যার। বর্তমানে সরকারের আইবাস নামে একটি সফটওয়্যার চালু রয়েছে। নতুন এ আইবাস প্লাস প্লাস আগের সফটওয়্যারের স্থলাভিষিক্ত হবে। গতকাল সচিবালয়ে এ সফটওয়্যারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর প্রয়োজন নেই। নতুন বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার কথা বলা রয়েছে। ফলে এটা আর কখনই হবে না। দেশের বর্তমান অর্থনৈতিক ধারা অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশ হওয়া দরকার। এবং সেটা খুব শিগগিরই সম্ভব হবে। অনলাইনে বেতন-ভাতা নির্ধারণ পদ্ধতি শুরু করাকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রগতি বলে তিনি মনে করেন। তার মতে এটি একটি বিশেষ পদক্ষেপ। এর মাধ্যমে ব্রিটিশ ও পাকিস্তানিদের দেখানো ২৬৮ বছরের পুরনো নিয়মকানুন বদলে গেল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর