শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভূমি রেজিস্ট্রেশন ব্যবস্থা ও দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও জমি রেজিস্ট্রেশনে জনদুর্ভোগ লাঘবে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে যাচ্ছে সংসদীয় কমিটি। এজন্য আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে আহ্বায়ক করে একটি উপ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আবদুল মজিদ খান ও জিয়াউল হক মৃধা।

এছাড়া সংশ্লিষ্ট সাতজন কর্মকর্তা পরিদর্শনে কমিটির সহযোগী হবেন। প্রাথমিকভাবে কমিটির সদস্যরা কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করবেন।  সংসদ সূত্র জানায়, আধুনিক সাব-রেজিস্ট্রারের কার্যালয় নির্মাণ করে জমি রেজিস্ট্রেশনের সময় জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে ডিজিটাল ভূমি রেজিস্ট্রেশন ব্যবস্থা  ও দুর্নীতি খতিয়ে দেখতে এই উপ-কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর