শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অনেক উন্নত দেশকে ছাড়িয়ে যাবে’

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০১৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আগামী ২০৪০ সালের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অনেক উন্নত দেশকে ছাড়িয়ে যাবে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। যিনি বিশ্বের ১০০ চিন্তাবিদের মধ্যে ১৩তম। শতকরা ৬৬ ভাগ মানুষ মনে করে সরকার সফল হয়েছে আর ৬৭ ভাগ মানুষ মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল হয়েছেন। দেশের সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের এই উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।

বুধবার বোয়ালমারী উপজেলার সাতৈর উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের এক জনসভায় তিনি  এ সব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ফরিদপুরের মাটি থেকে স্বাধীনতার ডাক এসেছিল। ফরিদপুরের সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আপামর মেহনতি মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর