শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যাংক এখন জনগণের দুয়ারে : আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আগে মানুষ ছুটত সেবার পেছনে। দিন বদল হয়েছে। এখন সেবাই খুঁজে বেড়ায় মানুষকে। এজেন্ট ব্যাংকিয়ের মাধ্যমে ব্যাংকিং সেবা মানুষের আরও হাতের নাগালে পৌঁছানো সম্ভব হয়েছে। ব্যাংক এখন জনগণের দুয়ারে হাজির হচ্ছে। গতকাল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাজধানীর কুড়িলে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও ‘এক্সেস টু ইনফরমেশন’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালকরা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, দেশের আনাচে-কানাচে কম খরচে ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে সব ব্যাংকের পদক্ষেপ নিতে হবে। ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর