শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শুরু হলো জাতীয় সাংস্কৃতিক সম্মেলন

সাংস্কৃতিক প্রতিবেদক

শুরু হলো জাতীয় সাংস্কৃতিক সম্মেলন

‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’ এ স্লোগান ধারণ করে শুরু হয়েছে উদীচী শিল্পী গোষ্ঠীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। গতকাল বিকাল ৩টা ৩৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামের লোকশিল্পী আমানউল্লাহ গায়েন। ছায়ানটে শুদ্ধসংগীতের মুগ্ধতা : শুদ্ধসংগীতের মুগ্ধতা ছড়িয়ে ছায়ানটে শুরু হয়েছে দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উত্সব। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গত সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে শুরু হয় এ সুরের আসর। অসিতকুমার দের পরিচালনায় ছায়ানটের শিল্পীদের দলীয় সংগীতে সুরের ধারা প্রবাহিত হয় সমগ্র মিলনায়তনে। পদাতিকের ‘কালরাত্রি’ : বিজয় দিবস উপলক্ষে ‘কালরাত্রি’ নাটকের বিশেষ মঞ্চায়ন করেছে পদাতিক নাট্য সংসদ। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দলটির ৩৮তম প্রযোজনার এ নাটক। মুক্তিযোদ্ধা ও তার পথপ্রদর্শকের চোখে যে বাংলাদেশ বেঁচে ছিল এর কথাই বলা হয়েছে নাটকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর