শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ট্রাকে অবরুদ্ধ সার্কিট হাউস

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ট্রাকে অবরুদ্ধ সার্কিট হাউস

দেশের দৃষ্টিনন্দন সার্কিট হাউসগুলোর মধ্যে অন্যতম সিলেট সার্কিট হাউস। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত সার্কিট হাউসটি শুধু ভিআইপিদের আবাসনে ব্যবহূত হচ্ছে না; সিলেটে বেড়াতে আসা পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করছে। সুরমাপাড়ে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ি, চাঁদনীঘাটের সিঁড়ি, সারদা হল ও শতবর্ষী কিনব্রিজের পাশে নির্মিত চোখ ধাঁধানো সার্কিট হাউসটি দেখতে প্রতিদিন বিকালে শত শত পর্যটকের ভিড় জমে। কিন্তু সার্কিট হাউসের সামনে এলোমেলোভাবে রাখা ট্রাকের সারিতে সৌন্দর্য হারাতে বসছে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি। প্রধান ফটক থেকে শুরু করে পুরো সার্কিট হাউসের সামনে যত্রতত্র ট্রাক দাঁড় করিয়ে রাখায় অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে সার্কিট হাউস। এতে সার্কিট হাউসে গাড়ি নিয়ে ঢুকতে ও বের হতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় ভিআইপিদের। সরেজমিন দেখা যায়, সার্কিট হাউসের সামনে সুরমার পাড়ে অর্ধ শতাধিক ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। কেউ কেউ সার্কিট হাউসের সামনে ট্রাক ধোয়া-মোছার কাজ করছেন। সার্কিট হাউসের সামনে দাঁড়ানো বেশির ভাগ ট্রাক ভাড়া যাওয়ার অপেক্ষায় আছে। পাশের পাইকারি বাজার কালিঘাট ও মহাজনপট্টি থেকে অনেক ট্রাক মালবোঝাই করে রাখা হয়েছে সার্কিট হাউসের সামনে। সার্কিট হাউসে মালবোঝাই করে রাখা এক ট্রাকের চালক আবুল হোসেন জানান, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর ভেতরে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তাই জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা দিনে এসে কেনাকাটা করে ট্রাক ভর্তি করে রাখেন। কিন্তু নগরীতে ট্রাক পার্কিংয়ের জায়গা না থাকায় চালকরা বাধ্য হয়ে সার্কিট হাউসের সামনে ট্রাক অবস্থান করে। রাত ৮টার পর ট্রাকগুলো গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, নগরীতে ট্রাক পার্কিংয়ের নির্ধারিত জায়গা না থাকায় ট্রাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ৫/৬ মাসের মধ্যে সিটি করপোরেশনের ট্রাক টার্মিনালের কাজ সম্পন্ন হবে। এরপর সব ট্রাক টার্মিনালে পার্কিং করে রাখতে হবে। তখন চালকরাও হয়তো সার্কিট হাউসের সামনে আর ট্রাক রাখবেন না।

সর্বশেষ খবর