শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

১৯৫ যুদ্ধাপরাধীর প্রতীকী বিচারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি এ সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলনে ৫০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির কথা জানান তিনি। শাজাহান খান বলেন, ঢাকার পাকিস্তান দূতাবাস এখন ষড়যন্ত্রের আখড়া ও নব্য কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তারা বাঙালি জাতিকে ধ্বংস করার যড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঐতিহাসিক সোহরাওয়ার্দী  উদ্যানে ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি নাগরিকের প্রতীকী বিচার, গণসংযোগের অংশ হিসেবে আজ (শনিবার) বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৩ জানুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ও ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল ও কার্যকরের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেন শাজাহান খান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেবে বলেও জানান তিনি।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আবেদ খানসহ নয়জন এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সাংবাদিক অঞ্জন রায় ও কামাল পাশা চৌধুরী, সহকারী সদস্যসচিব শমী কায়সার ও কামরুল আলম রয়েছেন।

সর্বশেষ খবর