শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সংখ্যালঘু সুরক্ষা আইন দাবি হিন্দু মহাজোটের

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কারণেই হিন্দু সম্প্রদায় বার বার হামলার শিকার হচ্ছে উল্লেখ করে সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতা-কর্মীরা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় সংগঠনটির সভাপতি ড. প্রভাসচন্দ্র রায়, মহাসচিব আনন্দকুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পলাশকান্তি দে।

এতে উল্লেখ করা হয়— গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত থাকলেও হিন্দু নির্যাতন নিয়ে সংসদে কোনো আলোচনা হয় না। হিন্দুদের জীবন ও সম্পদ রক্ষায় সরকারের কোনো মাথাব্যথা নেই। দিনাজপুরের কান্তজিউর মন্দির ও ইসকন মন্দিরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হয়েছে, সেগুলোর তদন্তে কমিটি করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সংখ্যালঘু মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়ে সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের জন্য ৬০টি আসন সংরক্ষণের কথা বলেন। পৌরসভা নির্বাচন সামনে রেখে হিন্দু ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করে বক্তারা এদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর