শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আড্ডায় কবি মাশুক চৌধুরীর কবিতা

সাংস্কৃতিক প্রতিবেদক

আড্ডায় কবি মাশুক চৌধুরীর কবিতা

পরীবাগের সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্রে কবি, আবৃত্তিকার, শিল্পসমালোচক ও গুণীদের আড্ডা বসেছিল গতকাল। আড্ডায় কবি ও কবিতা অনুরাগীদের মধ্যমণি ছিলেন কবি মাশুক চৌধুরী। কবিতায় তিনি মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন, মানসপটে লালন করেছেন মুক্তিযুদ্ধ ও দেশমাতৃকাকে। মুক্তিযুদ্ধের সেই কবি মাশুক চৌধুরীকে নিয়ে আয়োজনটা ছিল ব্যতিক্রমী।

গণমাধ্যম সংস্থা ঘাসফুলের আয়োজনে ছিল ‘মুক্তিযুদ্ধের কবি ও কবিতা : কবি মাশুক চৌধুরী’ শীর্ষক আলোচনা সভা। শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাশুক চৌধুরীর মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে আলোকপাত করেন কবি হাবীবুল্লাহ সিরাজী, কে জি মোস্তফা, ড. মাহবুব সাদিক ও কবি জাহিদুল হক। এর আগে কবি মাশুক চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের পরিচালক রাবিয়া সুলতানা পান্না। কথামুখ পরিবেশন করেন ঘাসফুলের উপদেষ্টা কথাসাহিত্যিক আতা সরকার। আলোচকরা বলেন, মাশুক চৌধুরী মুক্তিযুদ্ধকে হূদয়ে ধারণ করে কলমে তুলে এনেছেন, তিনি শুধু কবি নন মুক্তির সৈনিকও বটে। তিনি দেশপ্রেমের প্রতি দায়বদ্ধ ছিলেন এবং আছেন।

সর্বশেষ খবর